আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তি নিয়ে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৬ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রবিবারের (১৭ আগস্ট) পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (১৮ আগস্ট) ও মঙ্গলবারও (১৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। এ সময়ে রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভারি বর্ষণের ঝুঁকি রয়েছে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
বুধবার (২০ আগস্ট) থেকে আবারও রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে বৃষ্টি বাড়তে পারে। দেশের অন্যান্য বিভাগেও কমবেশি বৃষ্টিপাতের আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।