অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টাইফয়েড টিকা নয়: ডিএসসিসি

রাজধানীর শিশুদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৃহৎ টাইফয়েড টিকাদান কর্মসূচি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে দুই ধাপে। তবে এবারই প্রথম টিকা নিতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আর এজন্য প্রয়োজন হবে ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর।
দুই ধাপের সময়সূচি:
ডিএসসিসি সূত্র জানায়, প্রথম ধাপ চলবে ১২ থেকে ৩১ অক্টোবর, আর দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
‘জন্ম নিবন্ধন ছাড়া টিকা নয়’
ডিএসসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না। এজন্য জন্ম নিবন্ধন সনদ আবশ্যক। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুন করে নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা করবো।”
এর মাধ্যমে মূলত নাগরিকদের জন্ম নিবন্ধনে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি।
কোনো শিশু বঞ্চিত হবে না
ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “আমরা জন্ম নিবন্ধনকে উৎসাহিত করছি। তবে কোনো শিশুই টিকা থেকে বঞ্চিত হবে না। ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ।”
তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৭০ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বর্ধনশীল নগরে শিশুদের মধ্যে টাইফয়েড একটি বড় ঝুঁকি। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ঘাটতি, সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এ ঝুঁকিকে বাড়িয়ে তুলছে। এ কারণে এই ক্যাম্পেইনকে তারা সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
ডিএসসিসি আশা করছে, নির্ধারিত সময়সূচি ও রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার রাজধানীর শিশুদের মধ্যে টাইফয়েড প্রতিরোধে একটি মাইলফলক স্থাপন হবে।