ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে রণক্ষেত্র নিউমার্কেট

রাজধানীর নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সংঘর্ষের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
পুলিশ আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থান নিয়েছে।
নিরাপত্তা ও শিক্ষাব্যবস্থার স্বার্থে স্থানীয় কলেজগুলোও সতর্ক অবস্থানে রয়েছে এবং সংঘর্ষের পিছনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।