"গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাগছাসের অপু: স্ত্রী অভিযোগ, জোরপূর্বক ভিডিও বানানো হয়েছে"

রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অপুর স্ত্রী বৃষ্টি দাবি করেছেন, ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তৈরি করিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) রাতের ভিডিওটি নিয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেন বৃষ্টি। তিনি বলেন, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে আগস্টের সকাল সাড়ে ৭টা পর্যন্ত অপু মিসিং ছিলেন। এই সময় অজ্ঞাত স্থানে তাকে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে।
বৃষ্টি আরও বলেন, "অপুকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং তাকে ভিডিওতে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। অপু চাঁদাবাজি করেনি। তাকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, ভিডিওর কিছু অংশ গোপীবাগে ইশরাক হোসেনের বাসার সামনে ধারণ করা হয়েছে। বৃষ্টি বলেন, "যেসব ছবি ভাইরাল হয়েছে, সেগুলো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকে নেওয়া হয়েছে।"
অপুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাঁদাবাজির ঘটনায়, তবে তার স্ত্রী এবং পরিবার বিষয়টিকে "পরিকল্পিত ফাঁদ" বলে উল্লেখ করেছেন। পুলিশ ইতিমধ্যেই অপু এবং
অন্যান্যদের গ্রেপ্তার করেছে।