দেশের দুই শিক্ষককে প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ আজহারির

দেশের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খ্যাতিমান ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি।বুধবার (২০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
স্ট্যাটাসে আজহারি লেখেন, সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠন বিবৃতি দিলেও, অনেকেই সেখানে হুমকিদাতাকে ভিক্টিম হিসেবে উপস্থাপন করেছেন, যা দ্বিচারিতার শামিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ ধ্বংস করার প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।”
আজহারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি আলোচিত শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ওই দুই শিক্ষককে হুমকি দেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল।