সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ অনুদান বেড়েছে!

সরকারি কর্মচারীদের চিকিৎসা, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া, যৌথবিমা এবং মাসিক কল্যাণভাতা সংক্রান্ত অনুদান বৃদ্ধি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে তিন লাখ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো:
সাধারণ চিকিৎসা অনুদান: ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান: ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
পরিবারের সদস্য মারা গেলে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান: ১০ হাজার থেকে ২০ হাজার টাকা।
যৌথবিমার এককালীন অনুদান: দুই লাখ থেকে তিন লাখ টাকা।
মাসিক কল্যাণ ভাতা: দুই হাজার থেকে তিন হাজার টাকা।
সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।