শাহবাগ থেকে যমুনার পথে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ শেষে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা।
তাদের স্লোগানে উঠে আসে— “আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা না মেধায়, মেধায় মেধায়”, “সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান”, “অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই”, “কোটার নামে অবিচার, বন্ধ করো”, “কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও” ইত্যাদি।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. সরকারি চাকরিতে অবৈধ ডিপ্লোমা কোটা অবসান।
২. মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
৩. ডিপ্লোমা টেকনিশিয়ানদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতকরণ।
তাদের এই ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।