“ইইউ দিবে ৪ মিলিয়ন ইউরো সহায়তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য”

বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের এবং সুষ্ঠু করার লক্ষ্যেই ইইউ এই অর্থ সহায়তা দেবে।
মাইকেল মিলার বলেন, "আগামী মাসে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এছাড়াও নির্বাচনের ডিজিটাল চ্যালেঞ্জ, তথ্যবিকৃতি ও মিসইনফরমেশন প্রতিরোধে ইইউ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে।"
বৈঠকে ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিলার আশা প্রকাশ করেন, বাংলাদেশের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক।
ইউরোপীয় ইউনিয়নের এই সহায়তা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।