জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: জলাশয় রক্ষা ও দেশি মাছের প্রচারে মৎস্য উপদেষ্টার গুরুত্বারোপ

দেশের জলাশয় সংরক্ষণ ও আমিষের চাহিদা পূরণে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত দ্বিতীয় দিনের র্যালির উদ্বোধনকালে এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার স্লোগান হলো ‘অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। দেশের মৎস্যজীবীরা এ প্রয়াসে অগ্রণী ভূমিকা রাখছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে তাদের পাশে থাকবে।”
র্যালি শেষে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। মেলায় দেশি মাছ, মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে তুলে ধরা হয়। এছাড়া মৎস্য খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদপ্তর, বিএফডিসি, বিএফআরআইসহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিবরা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মৎস্যজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।