প্রধান উপদেষ্টার নির্দেশই চূড়ান্ত, নির্বাচন সময়মতো হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, "নির্বাচন নিয়ে চলমান বিতর্কের কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যেই মাসে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছিল, সেই সময়েই তা অনুষ্ঠিত হবে।"
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “যে সময়ে প্রধান উপদেষ্টা নির্বাচন হবে বলেছেন, সেই সময়েই হবে। অন্য কারও কথায় সেটাকে প্রভাবিত করা যাবে না।”
বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম বেড়েছে। অন্যদিকে সংরক্ষণের কারণে আলুর মজুত বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে আলুর দাম পার্থক্য থাকায় কৃষক এবং ভোক্তা—দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা কৃষককে ন্যায্যমূল্য দিতে না পারায় সমস্যা দেখা দিচ্ছে।”
পলিথিন ব্যবহারের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করে বলেন, “পলিথিন মাটির জন্য ক্ষতিকর, পানি আটকে দেয় এবং সহজে নষ্ট হয় না। পাটের ব্যাগ ব্যবহার করলে কৃষক উপকৃত হবেন এবং পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবাই পাটের ব্যাগ ব্যবহারের দিকে গুরুত্ব দিন।”