মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মানববন্ধন ও কাফন মিছিল, ৮ দফা দাবি

উত্তরা দিয়াবাড়ি গোল চত্বরে মঙ্গলবার (১২ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ অভিভাবকরা কাফন মিছিল ও মানববন্ধন পালন করেন। তারা সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
নিহত ফাতেমার মামা লিয়ন মীর দাবি করেন— দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা, আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ থেকেও নিহতদের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে দেওয়ার দাবি জানানো হয়।
অন্য দাবিগুলো হলো— রানওয়ের কাছে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন, কোচিং ব্যবসার মূল হোতা প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়া।
মানববন্ধনে নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে পরিবারগুলোকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই এই ঘটনার দায়ীদের শাস্তি হোক।”
নিহত রাইসা মনির মা মীম আক্তার বলেন, “আমার মেয়েটা ফিরে আসবে না, কিন্তু যেন অন্য কেউ এমন শোকে না পড়ায় ব্যবস্থা নিতে হবে।”
অন্য অভিভাবক আব্দুল মান্নান বলেন, “এটা দুর্ঘটনা নয়, অবহেলার ফল। স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এমন আচরণ করছে যেন আমরা দোষী।”
পরিবারগুলো ঘোষণা করেন, ৭২ ঘণ্টার মধ্যে ৮ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।