নির্বাচন নিরাপদ রাখতে আনসার সদস্যদের হাতে থাকবে হাতিয়ার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। এর অংশ হিসেবে প্রিজাইডিং অফিসারের সঙ্গে হাতিয়ারসহ একজন আনসার সদস্য থাকবে।
তিনি জানান, "প্রতিটি নির্বাচনী কেন্দ্রে এবার হাতিয়ারসহ তিনজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে সফল করতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিজাইডিং অফিসারদের ওপর হামলার ঘটনা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। বডি ক্যাম কেনা হচ্ছে যাতে জেলার সাংবাদিকরাও ঘটনার চিত্র দেখতে পারেন। আমরা চাই এমন নির্বাচন হোক, যা শেষে জনগণ প্রশংসা করবে।"
তিনি আরও বলেন, "নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচনে অংশগ্রহণকারীর মনোভাব ও জনগণের ভোট চাওয়া-দেওয়াও গুরুত্বপূর্ণ।"
সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি সতর্ক করেছেন, যারা দেশীয় অস্ত্র তৈরি ও অপরাধীদের কাছে সরবরাহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫ আগস্টের পর থেকে প্রায় ৭০০টির বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।
গাজীপুরে সাংবাদিক হত্যা ও শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার মতো ঘটনায় জাতির অসহিষ্ণুতা ও সমাজের অবনতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জনগণকে অন্যায়-অপরাধ প্রতিহত করতে সচেতন হওয়ার আহ্বান জানান।
গাজীপুরে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।
এদিন তিনি জানান, আগামী ২৫-২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন বিএসএফ প্রধান।