সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছে আসামী স্বাধীন!

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার অন্যতম আসামি স্বাধীন। শনিবার (৯ আগস্ট) গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে দোষ স্বীকার করেছে। র্যাব জানিয়েছে, তুহিন হত্যার মূল কারণ ছিল ছিনতাইয়ের একটি ভিডিও ধারণ। ওই ভিডিও ডিলিট করতে তুহিনকে চাপ দেয় হামলাকারীরা, কিন্তু তুহিন মেনে না যাওয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতের অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়েছে। শনিবার (৯ আগস্ট) তাদের আদালতে তোলা হবে। এর আগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করার ঘটনা তুহিন ভিডিও করেছিলেন। ভিডিও ডিলিট করতে বললেও তুহিন অস্বীকার করেন, এরপর পাশের মার্কেটের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর তুহিনের বড় ভাই বাসন থানায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রাজনৈতিক ও সামাজিক মহলে এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।