গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান-গোলাপীসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় জড়িত কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপী বেগম, মো. স্বাধীন ও আল–আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর ও ঢাকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, কেটু মিজান ও গোলাপী স্বামী–স্ত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে ফেলে টার্গেটকৃত ব্যক্তিদের সর্বস্ব লুট করা একটি চক্রের সদস্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, রাত ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মিজান ও গোলাপী, গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীন এবং রাত সাড়ে ১১টার দিকে ঢাকার তুরাগ এলাকা থেকে আল–আমিনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছিল।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তুহিনকে। এসময় দায়িত্ব পালনরত অবস্থায় আরও একজন আহত হন। ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে মোট পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কেটু মিজান, শাহজাহান, বুলেট, সুজন ও স্বাধীন স্থানীয়ভাবে পরিচিত অপরাধী হলেও এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিল। অভিযান অব্যাহত রয়েছে, যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
সাংবাদিক তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তাঁর বড় ভাই সেলিম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।