জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের শুনানি, রাজসাক্ষী হাজির

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ, সোমবার (৪ আগস্ট)।
সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হয়ে যাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি ছিলেন মামলার অন্যতম আসামি, বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষী।
এর আগে, রোববার প্রথম দিনের শুনানিতে সূচনা বক্তব্যের পর সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। তিনি শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন এবং বিভীষিকাময় ঘটনার বিবরণ দেন।
গত রোববার শুনানিতে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। উভয়েই শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে, মামলার একমাত্র আটক আসামি মামুন বর্তমানে কারাগারে আছেন।