পপকুইনের গল্প এবার পর্দায়: ফিরছে ম্যাডোনার বায়োপিক, তবে এবার ওয়েব সিরিজে!

বিশ্বসংগীতের ইতিহাসে তাঁর নাম মানেই আলো, বিদ্রোহ, এবং সাহস। তিনি ম্যাডোনা—পপসংগীতের রানী। তাঁর জীবনভিত্তিক বায়োপিক নিয়ে দীর্ঘ সময় ধরেই চলছিল আলোচনা। একবার ঘোষণা, আবার স্থগিত। কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে—ম্যাডোনার বায়োপিক ফিরছে, তবে সিনেমা নয়, সিরিজ হিসেবে।
২০২২ সালে প্রথম এই বায়োপিকের ঘোষণা আসে। ‘ইনভেন্টিং আন্না’-খ্যাত অভিনেত্রী জুলিয়া গার্নারকে ম্যাডোনার চরিত্রে চূড়ান্ত করা হয়। অডিশনে গার্নারকে নাচতে হয় স্বয়ং ম্যাডোনার সামনেই! পরে সেই অভিজ্ঞতা প্রসঙ্গে গার্নার বলেন, “আমি ভাবলাম, ম্যাডোনা হলে কী করত? সে বলত, এই জায়গাটা আমার প্রাপ্য। আমিও তাই করেছি।”
তবে এরপর থেমে যায় পুরো প্রজেক্ট। ২০২৩ সালের শুরুতে ইউনিভার্সাল পিকচার্স প্রাথমিক ডেভেলপমেন্ট থেকে সরে দাঁড়ায়। অনিশ্চয়তায় পড়ে যায় সিনেমাটি। কিন্তু থেমে থাকেননি ম্যাডোনা। গার্নারের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। দুজনকে একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে।
এরপর ২০২৪ সালের জুলাই মাসে ম্যাডোনা নিজেই ঘোষণা দেন, তিনি আবার বায়োপিকের চিত্রনাট্য লিখছেন। সম্ভাব্য নামও উঠে আসে—‘Who’s That Girl–1987’, তাঁরই এক আইকনিক গানের অনুপ্রেরণায়।
চমক আসে চলতি বছরের মে মাসে। যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া ডেডলাইন জানায়, ম্যাডোনার বায়োপিক এখন পরিণত হচ্ছে একটি লিমিটেড সিরিজে, যা নেটফ্লিক্সে প্রচারিত হবে। সিরিজটির পরিচালনায় থাকবেন ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-খ্যাত শন লেভি।
সম্প্রতি একটি পডকাস্টে গার্নার বলেন, “ছবিটা এখনও হওয়ার কথা… মানে, এটা এখনও হচ্ছে।” তাঁর চোখেমুখে ছিল আত্মবিশ্বাস, গলায় ম্যাডোনার মতোই স্পষ্টতা।
তাহলে কি এবার সত্যিই পর্দায় আসছে পপকুইনের গল্প?
সেটা সিনেমা, ওয়েব সিরিজ না অন্য কিছু—এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি মেলেনি। ম্যাডোনা নিজেই রেখেছেন রহস্য। তবে একটি বিষয় নিশ্চিত: গল্পটি থেমে নেই। পপকুইনের আত্মজীবনী এবার পর্দা পেরিয়ে পৌঁছাতে চলেছে বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে।