৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাণীশংকৈলে বিএনপির প্রস্তুতি সভা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।
সভায় বক্তৃতা দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না বিশ্বাস, শাহাদাত হোসেন, খলিলুর রহমান খলিল, অধ্যাপক কবিরুল ইসলাম; পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন (মাস্টার), অধ্যাপক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম ও মানিক হোসেন প্রমূখ।
এ ছাড়া যুবদল নেতা মুনতাসির আল মামুন মিঠু, কাইদুল ইসলাম, আক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “আগস্ট বিপ্লব শুধু বিএনপির রাজনৈতিক ইতিহাস নয়, এটি একটি আন্দোলনের প্রতীক। এই দিবস উপলক্ষে আনন্দ মিছিল সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।”
"৫ আগস্টের আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, এটি একটি গণআন্দোলনের শক্তি জাগানোর দিন" — আতাউর রহমান, সভাপতি, উপজেলা বিএনপি।