জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন: সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে দাবি ওলামা মাশায়েখদের

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বলেছেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘের উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে, যেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের প্রয়োজন নেই, সেখানে তারা কার্যালয় স্থাপন করতে চায়, যা দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে অন্য ওলামা-মাশায়েখরা বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয় অগ্রগতি থাকায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় দেশের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করতে পারে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন দেশে গণহত্যা ও নির্যাতনের সময় জাতিসংঘ কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়, অথচ বাংলাদেশে অনুরোধ ছাড়াই এই মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব আসে। তারা সতর্ক করেছেন, এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর গোপন এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দিতে পারে।
মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামা-মাশায়েখরা অংশ নেন এবং তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দেখা যায়।