রুমিন ফারহানা অভিযোগ করলেন: ১৫ বছরের লড়াই শেষে বিএনপিরই ধাক্কা!

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করেছি, তাদেরই ধাক্কা পাচ্ছি। ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।”
জধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি শুনানিতে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
রুমিন ফারহানা জানান, শোনানিতে উপস্থিত একজন প্রথমে তাকে ধাক্কা দেন। তিনি নারী হওয়ায় তার লোকজন প্রতিক্রিয়া দেখায়। তিনি বলেন, “আমি আশা করেছিলাম কমিশনের সম্মানের দিকে তাকিয়ে প্রার্থীরা গুণ্ডাপাণ্ডা নিয়ে ঢুকবেন না। কিন্তু দুঃখজনকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ প্রার্থীর দলবল ২০-২৫ জন গুণ্ডাপাণ্ডার মতো আচরণ করেছে। এটি কমিশনের ভাবমূর্তির সঙ্গে যায় না।”
তিনি আরও বলেন, ২০০৮ সালের আগে যে সীমানা ছিল, সেখানে ফিরে যাওয়াই বিএনপির চাওয়া। তিনি আশা প্রকাশ করেছেন, কমিশন জনসংখ্যা, ভৌগোলিক এবং অন্যান্য দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে এবং তা বহাল রাখবে।
রুমিন ফারহানা বলেন, “একজন আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজনও বসে থাকেনি, আমি নারী। এটি ১৫ বছরে প্রথমবার ঘটলো।”