দেশের ৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, আগামী ৫ দিনে বজ্রবৃষ্টি!

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোর জন্য ০১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
পরবর্তী ৫ দিনের পূর্বাভাস:
১. ২৪ আগস্ট (রোববার): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
২. ২৫ আগস্ট (সোমবার): দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি; কোথাও কোথাও ভারী বর্ষণ।
৩. ২৬ আগস্ট (মঙ্গলবার): প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি; কোথাও কোথাও ভারী বর্ষণ।
৪. ২৭ আগস্ট (বুধবার): সিলেট ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টি; অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় ভারী বর্ষণ।
সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।