ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সংস্থাটির জারি করা সতর্কবার্তায় জানানো হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী তিন দিনে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ৪৪-৮৮ মিমি থেকে ৮৮ মিমির বেশি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।