‘Health in All Policies’ ধারণায় স্বাক্ষরিত যৌথ ঘোষণা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ৩৫টি মন্ত্রণালয় ‘যৌথ ঘোষণা’তে স্বাক্ষর করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়েছে, স্বাক্ষরের মাধ্যমে মোট পাঁচটি প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
মূল প্রতিশ্রুতিগুলো হলো:
১. নীতি প্রণয়নে অগ্রাধিকার – সব নীতিতে স্বাস্থ্যকে প্রাধান্য (Health in all Policies) দৃষ্টিভঙ্গিতে কার্যক্রম ও নীতিমালা প্রণয়ন এবং অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া। প্রয়োজনে বিদ্যমান নীতিতে সংশোধন।
২. কর্মপরিকল্পনা বাস্তবায়ন – জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত কার্যপন্থা গ্রহণ। যথাযথ মানব ও আর্থিক সম্পদের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি, পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
৩. জনসচেতনতা বৃদ্ধি ও সর্বজনীন অংশগ্রহণ – অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারি এবং সামাজিক উদ্যোগ গ্রহণ, যাতে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হয়।
৪. সমন্বয় ও সহযোগিতা – প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগ কর্মপরিকল্পনা সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতা প্রদান করবে।
৫. অগ্রগতি পর্যালোচনা – যৌথ ঘোষণার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, সফলতা সংবলিত প্রতিবেদন প্রকাশ এবং চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
প্রফেসর মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন এবং সব মন্ত্রণালয়কে সক্রিয় ও দায়িত্বশীলভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।