মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য, ফাঁসির দাবিতে মাহফুজুর রহমান

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের ফাঁসি দাবি করেছেন।
সাক্ষ্যদানে তিনি অভিযোগ করেন, আন্দোলন চলাকালীন আহত আন্দোলনকারীরা হাসপাতালে ভর্তি হতে গেলে ডিবি তাদের রিলিজ দিতে বাধা দিত এবং নতুনভাবে গুলিবিদ্ধ আন্দোলনকারী ভর্তি না করার নির্দেশ দেয়। এই ঘটনাসমূহ তুলে ধরে মাহফুজুর রহমান শেখ হাসিনা, কামাল, কাদের ও আরাফাতের ফাঁসির দাবিতে আদালতে উপস্থিত হন।
এর আগে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে, যিনি আসামি থেকে রাজসাক্ষী হন। মামলায় ইতোমধ্যেই ১২ জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে গত সোমবার আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদের বাবা ও ভাইদের সাক্ষ্য অন্তর্ভুক্ত।
চাঁনখারপুলে ছয়জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণও এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা। এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জন সাক্ষ্য দিয়েছেন।