খায়রুল হক হত্যা মামলায় হাইকোর্টে শুনানি অক্টোবর মাসে!

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ আগস্ট) হাইকোর্টে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে খায়রুল হকের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য সময় আবেদন করেন। পরে হাইকোর্ট অক্টোবর মাসে শুনানির দিন নির্ধারণ করে।
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। তাকে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের মামলা ছাড়াও রায় জালিয়াতিসহ আরও তিনটি মামলায় যুক্ত করা হয়েছে। গত ৭ আগস্ট খায়রুল হকের দাখিল করা আবেদন ১১ আগস্ট হাইকোর্টে ছিল, তখন উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।