বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ!

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিশ্বের ৮০টি মিশনের মধ্যে ৭০টি মিশন থেকে ইতিমধ্যেই ছবি সরানো হয়েছে, এবং অবশিষ্ট মিশনগুলো থেকেও ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আগে ছবি রাখা বা না রাখার কোনো নির্দেশনা ছিল না। বিষয়টি কেবিনেট ডিভিশন ভালো বলতে পারবে।”
কয়েকটি মিশন সূত্রে জানা গেছে, গত পরশু সন্ধ্যায় তারা টেলিফোনে এই নির্দেশনা পেয়েছেন। আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নির্দেশ না দিলেও অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন তারা উড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় বড় মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি আগেই সরানো হয়েছিল। কিছু মিশন না সরানোর কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।