জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই, মনোযোগ অন্তর্বর্তী সরকারের সংস্কারে —ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা রাখেন না।
নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ বারনামার একান্ত সাক্ষাৎকারে বলেন, “না, আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে।” তিনি জানান, তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে।
ড. ইউনূস উল্লেখ করেন, ২০২৪ সালের ৮ আগস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনাবসান ঘটে।
তিনি আরও জানান, এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক অগ্রগতি করেছে। ঐকমত্য কমিশন গঠন এবং ১১টি সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রক্রিয়া চলছে। “চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হবে, যা আরও অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।” – বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “এবারকার নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্য তাৎপর্যপূর্ণ হবে। অতীতের নির্বাচন ভুয়া হলেও, এবার সত্যিকারের ভোট হবে।” তিনি নিশ্চিত করেন, দেশের বর্তমানে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার অংশ নেবেন।