মালয়েশিয়ার শীর্ষ শিল্পপতিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক!

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাশ্রয়ী আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক ইউনুস কুয়ালালামপুরে বিভিন্ন বৈঠকের সময় “এখনই বাংলাদেশে বিনিয়োগের সময়” বলে উল্লেখ করেন। তিনি মালয়েশিয়ার সুনওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চেহকে বাংলাদেশের সাশ্রয়ী আবাসনে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান, বিশেষ করে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কাছে বসবাসকারী কারখানা শ্রমিকদের জন্য।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই অঞ্চলে বাড়ি ও নির্মাণ খাতে বৃহৎ বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ দ্রুত নগরায়নের মুখোমুখি। লাখ লাখ শ্রমিক ও নতুন শহরবাসীর জন্য বাড়ি ও সুবিধা নির্মাণে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন।”
অধ্যাপক ইউনুস সুনওয়ে গ্রুপকে দেশের স্বাস্থ্য খাতে হাসপাতাল স্থাপনের জন্যও উৎসাহিত করেন। জেফ্রি চেহ বলেন, তার কোম্পানি অবশ্যই বাংলাদেশের ব্যবসায়িক সুযোগগুলো অনুসন্ধান করবে। তিনি বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি প্রদানের আগ্রহও প্রকাশ করেন, noting যে বর্তমানে হাজার হাজার বাংলাদেশি সুনওয়ের নির্মাণ ও আবাসন বিভাগে কর্মরত রয়েছেন।
চেহ additionally উল্লেখ করেন যে, তিনি মালয়েশিয়ার কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিকদের ছয় বছরের বেশি সময় দেশের মধ্যে অবস্থান করার অনুমতি বৃদ্ধির জন্য অনুরোধ করেছেন।
অন্য এক বৈঠকে, মালয়েশিয়ার শিল্পপতি সায়েদ মোখতার আল-বুখারি — যিনি জাতীয় গাড়ি নির্মাতা প্রোটন ও অবকাঠামো জায়ান্ট MMC কর্পোরেশন বারহাদের মালিক — বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “এটি শুধুমাত্র লাভের জন্য নয়; আমরা এটি করতে চাই বাংলাদেশি মানুষের কারণে।”
সায়েদ মোখতার additionally নদী উন্নয়ন ও মৎস্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত প্রকল্পগুলোতে দায়িত্বশীল পুনর্বাসনের গুরুত্বও উল্লেখ করেন।
অধ্যাপক ইউনুস পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে ব্যাপক সংস্কার কার্যকর করেছে। বিআইডিএ চেয়ারম্যান আশিক চৌধুরী সোলার এনার্জি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। সায়েদ মোখতার বাংলাদেশে সৌর শক্তি এবং খাদ্য নিরাপত্তা খাতে আগ্রহ প্রকাশ করেন।
সুভেচ্ছার অংশ হিসেবে, সায়েদ মোখতার অধ্যাপক ইউনুসকে ১৮ শতকের ভারতীয় ঔপনিবেশিক বিরোধী শাসক টিপু সুলতান নিয়ে ২০ বছরের গবেষণার সংকলিত একটি বই উপহার দেন।