আগামী ১৩ আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি বাড়তে পারে!

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। লঘুচাপ সৃষ্টি হলে এটি দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৩ আগস্ট) থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিনগুলোতে এই প্রবণতা বজায় থাকবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এবং শুক্রবার (১৫ আগস্ট) আরও কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। ১৫ আগস্টের পর দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে বা সামান্য কমতে পারে।