ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনূসের

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ এখন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে নতুন সরকার গঠনের মাধ্যমে দেশ স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, “এক বছর আগে জুলাই অভ্যুত্থানের পর আমরা দায়িত্ব নেওয়ার সময় দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। সে সময় আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম সহায়তার হাত বাড়িয়ে দেন। বন্ধুর পাশে পাওয়া আনন্দের, এবং আমরা নিশ্চিত করেছি যেন বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হয়।”
তিনি রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন এবং দেশটিকে বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে মানবসম্পদ ও প্রযুক্তিগত সুযোগ রয়েছে, যেখানে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করতে পারে।
মালয়েশিয়াকে ‘সেকেন্ড হোম’ হিসেবে উল্লেখ করে ইউনূস জানান, দুই দেশের মধ্যে বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত আছেন, যা বাংলাদেশের অর্থনীতি ও তাদের নিজস্ব জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তারা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন।