দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, ডিএমপির সাবেক উপকমিশনার বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, রোববার (১০ জুলাই) বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা এই কর্মকর্তা গত ২৫ নভেম্বর ২০২৪ থেকে কর্মস্থলে যাচ্ছিলেন না।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার এই অনুপস্থিতি অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।