জনগণের ট্যাক্সের টাকায় ভেঙে পড়া স্টারশিপ ব্রিজ তৈরি হবে: চসিক মেয়র!

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় শীতল ঝর্ণা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করায় মাটি সরে গিয়ে ব্রিজ ভেঙে পড়েছে। বাজেট নিয়ে নানা প্রতিবন্ধকতা থাকলেও জনগণের ট্যাক্সের টাকায় এ ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর বায়েজিদ শীতল ঝর্ণা খালের ওপরের ভেঙে পড়া স্টারশিপ ব্রিজ পরিদর্শনের গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় মেয়র বলেন, ‘শহরটা দীর্ঘদিন ধরে অবহেলিত। শীতল ঝর্ণা খাল এলাকাটিও অবহেলিত। আমরা এ বিষয়গুলো নিয়ে কাজ করছি। ভেঙে পড়া ব্রিজটি ৬ মিটারের। অর্থাৎ ২০ ফুটের। এটি আমাদের ৬০ ফুট করতে হবে। এর জন্য ৯ কোটি টাকা খরচ হবে। কিন্তু আমাদের বাজেট নেই। আমাদের একটি বড় সমস্যা হয়ে গেছে, বর্তমান সরকারের সময়ে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা তা পাচ্ছি না।’
তিনি বলেন, ‘জনগণের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছি সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে এটি করা হবে। প্রথমত ভেঙে পড়া অংশের কাজ হবে। পরে অপর পাশের কাজ ধরা হবে।’
ব্রিজটি ৪৫ বছরের পুরনো উল্লেখ করে মেয়র বলেন, ‘১৯৮০ সালে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি আরো কিছুদিন স্থায়ী হতো। কিন্তু শীতল ঝর্ণা খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করায় আশপাশের মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে পড়েছে। জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার আগে এ এলাকার ইন্ডাস্ট্রিয়াল জোনে পানি জমে যেত। যা এ বছর ঘটেনি। যদিও প্রকল্পের মধ্যে না থাকলেও এ ব্রিজের কাজ করার বিষয়টি আমাদের নজরে এসেছিল।’