নারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ টেকসই উন্নয়নের জন্য জরুরি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা টেকসই উন্নয়ন অর্জনের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ এবং জেন্ডার-সংবেদনশীল নীতি প্রণয়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তারা কেয়ার ইকোনমির চ্যালেঞ্জ, নারীর নেতৃত্ব বিকাশ, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ সহযোগিতা জোরদারের ব্যাপারে সম্মত হয় এবং টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। আলোচনায় বলা হয়, সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত সমাজ গড়ে তোলা সম্ভব।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকার ও ইউএন উইমেন অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। লক্ষ্য হলো— জেন্ডার ন্যায়বিচার প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং একটি সহিংসতা ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা।