ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তায় AI সাপোর্টেড ৪০,০০০ বডিক্যামের ব্যবস্থা করবে সরকার: মুহাম্মদ ইউনূস

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য প্রায় ৪০,০০০ AI সক্ষম বডি ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
ফয়েজ তৈয়ব আহমেদ জানান, ৪০,০০০ বডিক্যামের সংগ্রহ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব ক্যামেরায় AI প্রযুক্তি থাকায় ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা আরও শক্তিশালী হবে। অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো সংগ্রহ করা হবে, যাতে পুলিশ সদস্যরা যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।
বাংলাদেশ সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে যোগাযোগ করেছে। নির্বাচনকালে পুলিশ কর্মকর্তারা এসব ক্যামেরা তাদের বুকে পরিধান করবেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের দ্রুত বডিক্যাম সংগ্রহ ও প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "খরচ যাই হোক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা। আমাদের লক্ষ্য এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলা।"
বৈঠকে জানানো হয়, নির্বাচনকে প্রযুক্তিগতভাবে আরও সমৃদ্ধ করতে একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে, যা ভোটারদের জন্য প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের আপডেট ও অভিযোগ জানানোর সুযোগ দেবে। প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ চালু ও দেশের ১০ কোটি ভোটারের জন্য ব্যবহার-বান্ধব নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।