ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাতিলসহ ৪ দফা দাবি স্থপতি ইনস্টিটিউটের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গেজেটভুক্ত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। তারা বলছে, ড্যাপ বর্তমান বাস্তবতা, নাগরিক চাহিদা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি রাজধানী ঢাকার টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ড্যাপে রয়েছে ১২টি গুরুতর আইনি ও তথ্যগত ত্রুটি, যা রাজধানীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে। বক্তারা বলেন, “রাজউকের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে গেলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাই জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি।”
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ৪ দফা দাবি:
১. ড্যাপ বাতিল: গেজেটকৃত ২০২২–২০৩৫ মেয়াদের বর্তমান ড্যাপ (স্ট্রাকচার প্ল্যানের তৃতীয় ধাপ) বাতিল করতে হবে।
২. সহজলভ্য ভূমি পরিকল্পনা: রাজউক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইনের আলোকে একটি ডিজিটাল, যৌক্তিক ও সহজলভ্য ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়ন।
৩. দুর্যোগ সহনীয় পরিকল্পনা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে অংশগ্রহণমূলক, হালনাগাদ মৌজাভিত্তিক ড্যাপ প্রণয়ন এবং প্রতি ৫ বছর অন্তর তা পর্যালোচনা।
৪. আন্তর্জাতিক মানসম্পন্ন সমন্বিত পরিকল্পনা: বৃহত্তর ঢাকা, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ মিলিয়ে একটি আধুনিক, পরিবেশবান্ধব, বৈষম্যহীন ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী (SDG, Climate Change, Sendai Agreement, Zero Emissions, Decarbonization ইত্যাদি) পরিকল্পনা গ্রহণ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব এবং সম্পাদক (পেশা) স্থপতি ওয়াহিদ আসিফ।
বক্তারা বলেন, “ভবিষ্যতের ঢাকাকে বাসযোগ্য রাখতে এবং নির্মাণ খাতের সঙ্গে যুক্ত লক্ষ মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় আমাদের এই আন্দোলন চলবে। সচেতন ও ঐক্যবদ্ধ নাগরিক সমাজই পারে টেকসই ঢাকা গড়তে।”