অক্টোবরে মার্কো রুবিওর ইসলামাবাদ সফর ঘিরে পাকিস্তানে প্রস্তুতি

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন অগ্রগতি দেখাতে পারে আগামী অক্টোবরে। সামা টিভি দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্ভাব্য ইসলামাবাদ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।
সফরটি নিশ্চিত হলে এটি হবে রুবিওর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে মার্কো রুবিও ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওয়াশিংটনে বৈঠক করে বাণিজ্যচুক্তি বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সময় পাক-মার্কিন সম্পর্কের পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়, যখন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।
বিশ্লেষকরা বলছেন, অক্টোবরের সফর বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।