পশ্চিমবঙ্গ সীমান্তে ১ হাজার ৬৪৭ কিলোমিটার বেড়া দিয়েছে ভারত

ভারত এ পর্যন্ত পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের ১ হাজার ৬৪৭ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ করেছে। বুধবার (২১ আগস্ট) রাজ্যসভায় এমন তথ্য জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়।
তিনি জানান, পশ্চিমবঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ২ হাজার ২১৬ কিলোমিটার। এর মধ্যে অবশিষ্ট ৫৬৯ কিলোমিটার অংশের ১১২ কিলোমিটারে ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ অসম্ভব। তবে বাকি ৪৫৬ কিলোমিটারে বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিত্যনন্দ রায় আরও জানান, এ ৪৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৪৮ কিলোমিটারের জমি এখনও রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। আর ২২৯ কিলোমিটারের জমি অধিগ্রহণ প্রক্রিয়া বিভিন্ন ধাপে আছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত সভা ও পর্যালোচনার মাধ্যমে এ প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সীমান্ত রয়েছে।