নতুন বিধি নিয়ে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ আরও স্বচ্ছ ও সহজ হবে!

সরকার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। খসড়া প্রস্তুত করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে সংশোধিত পরিপত্র জারি হতে পারে।
বর্তমানে শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর মাধ্যমে, যেখানে প্রার্থীদের প্রথমে নিবন্ধন পরীক্ষা দিতে হয় এবং পরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। এতে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এবং অনেকের বয়স শেষ হয়ে যাওয়ার কারণে সুযোগ হারাতে হয়।
নতুন খসড়ায় এসব অসামঞ্জস্যতা দূর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার নিবন্ধন বিজ্ঞপ্তির পরই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং প্রার্থীর বয়স গণনা হবে বিজ্ঞপ্তির আবেদনের দিন অনুযায়ী। এছাড়া শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভা জন্য ডাকা হবে এবং চূড়ান্ত ফল শূন্য পদের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হবে, যেখানে শূন্য পদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থী পাস করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার জানিয়েছেন, “নিয়োগ বিধিতে কিছু পরিবর্তন আসছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।”