বাকৃবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ভেটেরিনারি সায়েন্স ও পশুপালন ডিগ্রিকে একত্রিত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে মধ্যরাতেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে দেখা যায়। এর আগে সন্ধ্যা ৭টা থেকে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাতভর থেমে থেমে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এর আগে রাত ২টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি শিক্ষার্থীদের মধ্যে ভোটের আয়োজন করে, যেখানে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়ে। ওই কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা শেষে গতকাল বুধবার উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তাদের মতে, ডিগ্রি চালুর জন্য এখন কেবল শিক্ষা কাউন্সিল গঠন এবং সিন্ডিকেট সভায় অনুমোদনের দুটি ধাপ বাকি আছে।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য প্রশাসনকে জানিয়ে আসছি, কিন্তু তারা শুধু সময়ক্ষেপণ করছেন। আজ উপাচার্য আগামী বুধবার পর্যন্ত সময় চেয়েছেন। কিন্তু আমরা চাই আগামী রবিবারের মধ্যেই জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করে কম্বাইন্ড ডিগ্রি চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক।’
পশুপালন অনুষদের শিক্ষার্থী তাজকিয়াতুন মিরা বলেন, ‘অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা গত ২৭ জুলাই থেকে এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গত সোমবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।