আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না: ড. সালেহ উদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের শনাক্ত করা, তবে কোর্টের স্টে অর্ডার এটি কিছুটা জটিল করে তোলে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মহিউদ্দিন খান আলমগীর পাঁচ বছর ঋণখেলাপি অবস্থায় ছিলেন।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. সালেহ উদ্দিন আরও বলেন, কালো টাকার উৎস ও প্রক্রিয়া নিয়ন্ত্রণে এসেছে, আগের মতো ব্যাংক, শিল্প, সংবাদপত্র ও ফ্ল্যাট মালিকদের সব ধনকেন্দ্র এক হাতে নেই। এখন কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা কার্যকর হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল, এবং রাজনীতিকদের উৎসাহ ছাড়া সরকার নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না।