এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের আরও ৯ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে আয়কর বিভাগের তিন অতিরিক্ত কমিশনারসহ পাঁচ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন।
আয়কর বিভাগের যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-০৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান এবং দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।
কাস্টমস বিভাগের বরখাস্ত কর্মকর্তারা হলেন—সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আ'লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।
সরকার গত ১২ মে ২০২৫ তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর বিরোধিতা করে এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা কর্মসূচি পালন করেন। আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা প্রদান, সহকর্মীদের কাজ ত্যাগে বাধ্য করা এবং রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
প্রসঙ্গত, এর আগে বদলির আদেশ অবজ্ঞা এবং প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো আচরণসহ বিভিন্ন অভিযোগে এনবিআরের অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।