নোবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু আগামীকাল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নতুন শিক্ষার্থীদের জন্য প্রথম দিনের ক্লাস সকাল ৯টা থেকে শুরু হবে।
প্রথম দিনের ক্লাসকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিভিন্ন বিভাগে আয়োজন করা হয়েছে অভ্যর্থনা অনুষ্ঠান। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও পরিচিতি ও নির্দেশনামূলক সেশন আয়োজন করা হবে।
এ বিষয়ে নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী বলেন, ১৯ বিশ্ববিদ্যারয়ের গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে নোবিপ্রবিতেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ভর্তিকৃত শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে গিয়ে ক্লাসে অংশগ্রহণ করবে।
নতুন শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।