রাবিতে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’ আগামী শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের তিনটি শ্রেণিকক্ষে আয়োজিত এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে চারুকলা অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বনি আদম। লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের প্রদর্শনীতে বিভাগের ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
তিনি বলেন, “শিল্পকর্মগুলোর বিষয়বস্তু ও আঙ্গিক নির্মাণে বৈচিত্র্যময়তা রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা, ভালোবাসা, আনন্দ-বেদনা থেকে শুরু করে সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ শিক্ষার্থীদের সৃজনশীলতায় উঠে এসেছে। একই সঙ্গে লোকজ ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে শিল্পকর্মগুলোতে নান্দনিকতার অপূর্ব সম্মিলন ঘটবে।”
এ প্রদর্শনীতে ড্রইং, স্কেচ, জলরং, তেলরং, অ্যাক্রেলিক, মিনিয়েচার, ক্যালিগ্রাফি, উডকাট, এচিং, অ্যাকুয়াটিন্ট, প্লেটোগ্রাফি ইত্যাদি মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম প্রদর্শিত হবে।
শিক্ষার্থীদের উৎসাহ ও সৃজনশীলতাকে মূল্যায়নে প্রদর্শনীতে দেওয়া হবে ৪২টি পুরস্কার। এর মধ্যে রয়েছে— শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (সকল মাধ্যমে শ্রেষ্ঠ), মাধ্যম শ্রেষ্ঠ, শ্রেণি শ্রেষ্ঠ, নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ ও স্মৃতি পুরস্কার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বনি আদমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী।