রাকসুতে ভোটাধিকার চেয়ে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ!

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিভিম্ন বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে প্রশাসনিক ভবন - ১ এর সামনে তারা এ দাবি জানায়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিক্ষোভ সমাবেশে ‘৭২ ব্যাচ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘রাকসু আমার অধিকার দিতে হবে দিতে হবে’, ‘রাকসু আমার অধিকার তুমি কে আটকাবার’, ‘২০২৪-২৫ এর ভোটাধিকার দিতে হবে দিতে হবে ’ এসব স্লোগান দেন তারা৷
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেদায়েত ইসলাম বলেন, আমরা রাকসুর জন্য ফি প্রদান করেছি তবুও আমাদের কোনাে ভোটাধিকার দেওয়া হয়নি? এটি আমাদের অধিকার৷
লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাহিদুল হোসেন অঞ্জন বলেন, আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও রাকসু নির্বাচনের তফসিল আমাদের বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা নিয়মিত ক্লাস করছি, অথচ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবিচার আমরা মেনে নেব না। আমাদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে ক্লাসও বর্জন করব।
এ বিষয়ে প্রক্টর মাহবুবুর রহমান বলেন, প্রত্যেক শিক্ষার্থী আন্দোলন করার অধিকার রাখে, এবং আমি তাদের সঙ্গে আছি। তারা যদি লিখিতভাবে কোনো অভিযোগ দেয়, তাহলে আমি তা নির্বাচন কমিশনারকে জানাবো।
এসময় বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বাদ দিয়ে রাকসুর তফসিল ঘোষণা করা হয়।