রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের আন্দোলনের প্রতিবাদে হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের বিক্ষোভ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মারীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে এই সমাবেশ করেন হলটির আবাসিক শিক্ষার্থীদের একাংশ।
এসময় তাঁরা 'পোষ্য কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'হবিবুর হলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'ভিক্ষা লাগলে ভিক্ষা নে, কোটার চিন্তা বাদ দে', 'কোটা না মেধা, মেধা মেধা'-সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে আইন ও ভূমি প্রাসন বিভাগের শিক্ষার্থী এবং হবিবুর রহমান হল ছাত্র সংসদে ভিপি পদপ্রার্থী মো. রায়হান হোসেন বলেন, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু সরকারি কর্মচারীরা যদি এভাবে ধর্মঘট করতে থাকে, তাহলে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কাজ এবং রাকসুর কর্মযজ্ঞ ব্যাহত হবে। আমরা চাই না, করো অযৌক্তিক আন্দোলনের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম ও রাকসু নির্বাচন নষ্ট হোক। এই ধরনের আন্দোলন তাঁরা অব্যাহত রাখলে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা না করলে, এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং হবিবুর রহমান হল ছাত্র সংসদে ভিপি পদপ্রার্থী আহমাদ আহসানুল্লাহ ফারহান বলেন, হঠাৎ করে কিছু দুরভিসন্ধি নিয়ে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি পালনের মাধ্যমে রাকসু নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার পায়তারা করছে। বাতিল ঘোষণা করা পোষ্যকোটা নিয়ে আন্দোলন করাটা একটা দুরভিসন্ধিী লক্ষণ। যেই কোটার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই কোটা বা সেই আদলের কোনো কোটাই এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা মেনে নিবে না। যদি আগামী রোববার (২৪ আগস্ট) থেকে তাঁরা আবারও তাঁদের দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে সবার আগে আমরা হবিবুর রহমান হল থেকে মিছিল নিয়ে গিয়ে প্যারিস রোডে দাঁড়াব এবং প্রশাসন ভবন ঘিরে ফেলব।
সমাবেশে আরও বক্তব্য দেন হলের আবাসিক শিক্ষার্থী আরমান হোসেন, সুমন আহমেদ, মাজহারুল ইসলাম, আশিক শিকদার প্রমুখ। শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আল নাহিয়ান। সমাবেশে শহীদ হবিবুর রহমান হলের আবাসিক প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।