রাবি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আশিক, সম্পাদক শহীদুল!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্যুরিস্ট ক্লাবের (আরইউটিসি) ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটেতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশিককে সভাপতি ও ফোকলোর বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাে. শহীদুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
গতকাল শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গ্রীণ ভিউ ক্যাফেতে বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ কার্যনিবাহী এ কমিটি গঠন করা হয়৷
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন– সহ-সভাপতি খন্দকার তারেক আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আসাদ শাফিন, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ আহমেদ, অর্থ সম্পাদক রাইয়ান ফয়েজ ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসীর শাওন, দপ্তর সম্পাদক জান্নাতুল মাওয়া। সাধারণ সদস্যরা হলেন– নিপা রহমান, তানভীর জিহাদ, ও রিপ্তি জামান।
কমিটির সভাপতি মোহাম্মদ আশিক বলেন, ভ্রমণের পাশাপাশি দেশের পর্যটন শিল্প বিকাশে কাজ করে রাবি ট্যুরিস্ট ক্লাব। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে সকলের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করা, রক্ষণাবেক্ষণ, সাধারণ মানুষকে পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট তৈরী করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পর্যটন শিল্পে অবদান রাখছে এই ক্লাবটি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অক্টোবর রাবির কয়েকজন ভ্রমণ প্রিয় শিক্ষার্থী ট্যুরিস্ট ক্লাব গঠন করেন। ট্যুরিস্ট ক্লাব প্রতিবছর বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে। এছাড়া দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি এবং জনসচেতনা সকলের মাঝে তুলে ধরার কাজ করে যাচ্ছে ক্লাবটি।