রাবিতে পরিসংখ্যান বিভাগের যৌন নিপীড়ক শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক কর্তৃক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তার সর্বােচ্চ শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন সেই বিভাগের শিক্ষার্থীরা৷ সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা ১১ টি দাবি তুলে ধরে এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা৷
দাবিগুলো হলাে - ভুক্তভোগীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করে গােপনীয়তার সাথে বিষয়টি পরিচালনা ও সংরক্ষণ করা, নির্যাতনকারী যেন প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে বা শাস্তি এড়িয়ে যেতে না পারে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, নির্যাতনকারীকে সর্বােচ্চ শাস্তি প্রদান ও বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নির্যাতনকারী সহ সকল শিক্ষকের অতীত আচরণ দেখে দোষী প্রমাণিত হলে শাস্তির আওতায় আনতে হবে, প্রতিটি বিভাগের যৌন নিপীড়ক সেলের কার্যকারিতা বৃদ্ধি করা, এমন ন্যক্কারজনক ঘটনা এড়াতে শিক্ষক নিয়োগের সময় প্রার্থীর অতীত রেকর্ড যাচাই করা এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও লিখিত অঙ্গিকারনামা বাধ্যতামূলক করা, ভুক্তভোগীর চিকিৎসা এবং মানসিক স্বাস্থসেবাসহ সার্বিক খরচ প্রশাসনকে বহন করতে হবে, সাজেশন বা অন্যান্য কারণে ভয়ভীতি দেখিয়ে বিশেষত নারী শিক্ষার্থীকে চেম্বারে ডাকা যাবে না, চেম্বারে নারী শিক্ষার্থীকে ডাকতে হলে খোলা দরজা নীতি অনুসরণ করতে হবে, শিক্ষকদের চেম্বার সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা, প্রতিটি বিভাগে স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিসা নেহা বলেন, "আমাদের বিভাগে একজন শিক্ষক কর্তৃক এমন যৌন হয়রানি কোনাে ভাবেই কাম্য নয়৷ এটি শুধু আমাদের বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের কোনাে জায়গাতেই কাম্য নয়৷ শিক্ষক আমাদের পিতৃতুল্য, আমরা তাদের উপর ভরসা করে এখানে পড়তে আসি৷ একজন শিক্ষকই যদি এমন আচরণ করে তাহলে আমারা কোথায় নিরাপদ?"
তিনি আরো বলেন, "আমরা শুধু ঘটনার শিরোনাম দেখি, দৃষ্টান্তমূলক কোনাে শাস্তি দেখি না। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই৷ যাতে শিক্ষক কর্তৃক এমন ঘটনা কখনাে কোথায়ও না ঘটে৷"
স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের ফাহির আমিন বলেন, "এই ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্যই নিরীহ শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে হয়৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারাই নারী শিক্ষার্থীরা বেশি যৌন হয়রানির স্বীকার হচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারাই যদি বােনেরা নির্যাতিত হয় তাহলে ভাইয়েরা কিভাবে বাড়িতে নিশ্চিন্তে থাকবে?"
তিনি একাডেমি কাউন্সিলকে উদ্দেশ্য করে বলেন, "আমি সেই একাডেমিক কাউন্সিলকে ঘৃণা করি যারা একজন নিপীড়ক শিক্ষকের বিরুদ্ধে কোনাে ব্যবস্থা নিতে পারে না৷ সেই সিন্ডিকেটকে প্রত্যাখ্যান করছি যারা একজন যৌন নিপীড়ককে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে না৷ আমরা চাই আইনগতভাবে এটার সুষ্ঠু বিচার হােক৷ আইনগত ভাবে কোনাে কিছু না হলে আমরাও বাধ্য হবাে আইন ভাঙ্গতে৷ আমরা যখন রাজপথে নেমেছি তখন কোনাে সুষ্ঠু বিচার ছাড়া প্রহসনমূলক বিচার দেখে ঘরে ফিরে যাবাে না।"