রাবি ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডেমোক্রেসি ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫’। আগামী সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।
আয়োজকেরা জানান প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রতীকী এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৮১ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২৫। চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি, আর রানার্স-আপ দল পাবে ৫ হাজার টাকা ও ট্রফি।
খেলার নিয়ম অনুযায়ী প্রতিটি দলে মোট ১০ জন খেলোয়াড় থাকবে এবং মাঠে একসঙ্গে খেলবে ৭ জন। প্রতিটি ম্যাচের সময়সীমা ৩০ মিনিট, যার প্রতিটি হাফ ১৫ মিনিটের হবে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) অনুমোদিত সাধারণ নিয়ম অনুসরণ করা হবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মাবলি কার্যকর থাকবে। অংশগ্রহণকারীদের বৈধ শিক্ষাবৃত্তি বা ছাত্র পরিচয়পত্র থাকতে হবে। আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে নিম্নোক্ত নম্বরে— ০১৭৮১-০৩৬৫৬৫, ০১৭২৪-৮২৩৬৩৬, ০১৯২৫-৫৭৫০৫৫।