রাবির হবিবুর হলে ছাত্রদলের ৯ দফা প্রস্তাবনা, তাৎক্ষণিক বাস্তবায়নে আশ্বাস প্রাধ্যক্ষের!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সমস্যা সমাধান ও উন্নয়নে ৯ দফা প্রস্তাবনা প্রাধ্যক্ষের নিকট পেশ করেছে হল শাখা ছাত্রদল। সোমবার (২৫ আগস্ট) দুপুরে প্রাধ্যক্ষের কার্যালয়ে হল শাখার নেতারা প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন।
প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে ছিল হলে আবাসন সংকট নিরসনে পুরোনো ও অব্যবহৃত কক্ষ সংস্কার ও ব্যবহার উপযোগী করা, রিডিং রুমে পর্যাপ্ত চেয়ার সরবরাহ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ডাইনিং ও ক্যান্টিনের মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুলভমূল্যে খাবারের ব্যবস্থা করা এবং সাইকেল ও মোটরসাইকেলের জন্য নির্ধারিত স্থান ও নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া প্রতি সপ্তাহে দুইবার মশা নাশক স্প্রে প্রয়োগ ও দুই মাস অন্তর পানির ট্যাংক পরিষ্কার রাখা, সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির জন্য মুক্তমঞ্চ সংস্কার, বিদ্যমান টিভি পরিবর্তন করে ৫৭ ইঞ্চি নতুন টিভি স্থাপন, গেমস রুমে সময়সীমা বৃদ্ধি ও নতুন দাবার কোট ও ক্যারাম বোর্ড সরবরাহ এবং শিক্ষার্থীদের শারীরিক-মানসিক প্রশান্তির জন্য জিমনেশিয়ামের সংস্কার ও আধুনিক সরঞ্জাম সংযোজনের দাবিও উত্থাপন করা হয়।
হল প্রাধ্যক্ষ প্রস্তাবনাগুলো গ্রহণ করেন এবং জানান, প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি রক্ষা এবং টিভি রুম উন্নয়নের প্রস্তাবনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া রিডিং রুমের আধুনিকায়ন ও যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থার কার্যক্রম আগামী সপ্তাহের মধ্যে শুরু করার প্রতিশ্রুতি দেন।