রাবিতে দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার মাস্টার্স করার সুযোগ পুনরায় চালু করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে লিবার্টি, পিস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম, রাবি। রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এ উপাচার্যের দপ্তরে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্যে একসময় এমন সুযোগ ছিল, একজন শিক্ষার্থী নিজের প্রথম মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর ইচ্ছা করলে অন্য বিভাগ বা, অন্য বিষয়ে পুনরায় নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে অধ্যয়ন করতে পারতেন। এই নিয়মটি নব্বইয়ের দশক পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু ছিল। অনেক শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা আজ যাঁরা কর্মক্ষেত্রে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন, তাঁরা একাধিক বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছিলেন। এর ফলে শিক্ষার্থীরা বহুমাত্রিক জ্ঞান অর্জন করে নিজের একাডেমিক ও পেশাগত জীবনে সমৃদ্ধ হয়েছেন। বর্তমানে এই নিয়মটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় বৈচিত্র্য ও নতুন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এই সুযোগ পুনরায় চালু করা প্রয়োজন বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়ম চালু করলে শিক্ষার্থীরা একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে, যা গবেষণা, প্রশাসন ও কর্মক্ষেত্রে অত্যন্ত উপযোগী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যা ও একাডেমিক কার্যক্রম বৃদ্ধি পাবে। আন্তঃবিভাগীয় শিক্ষা ও গবেষণার ধারা শক্তিশালী হবে। ঢাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অনেক জায়গায় ভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ এখনও আছে, রাবিতেও এ সুযোগ থাকা উচিত। শিক্ষার্থীরা বহিরাগত ও ব্যয়বহুল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
লিবার্টি, পিস এন্ড ভেভলপমেন্ট ফোরাম একটি অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক সংগঠন। ২০২৪ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করে সংগঠনটি।