রাবিতে ছাত্রদলের উদ্যোগে মেয়েদের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২১ আগস্ট!

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী ২১ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে 'ডেমোক্রেসি ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫' অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় ৯ দফা প্রতিশ্রুতির তৃতীয় দফা 'সর্বক্ষেত্রে মেয়েদের সমতা প্রতিষ্ঠা' বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল।
এ উপলক্ষে গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ কার্যক্রম চালায় রাবি শাখা ছাত্রদল। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, নাহিদুজ্জামান নাহিদ, প্রচার সম্পাদক আর রাফি খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ, শাহ মখদূম হলের সিনিয়র-সভাপতি আলতাফিন, শামসুজ্জোহা হলের সিনিয়র সহ-সভাপতি আল-কাফি, মাদার বখশ হলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জিয়া হলের সহ-সভাপতি সিয়াম, জিয়া হল ছাত্রদল নেতা সুমন, আইন ফোরামের ছাত্রনেতা মাইমুরসহ অন্যান্য নেতাকর্মীরা।